Ajker Patrika

মিরপুরে নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা-কর্মীর কারাদণ্ড

মিরপুরের একটি নাশকতার মামলায় বিএনপির চার নেতা কর্মীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই রায় দেন।

যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন আসাদ কমিশনার, আঞ্জু কমিশনার, মতিউর রহমান ও রাশেদ হাসান।

রায় ঘোষণার সময় আদালতে কেউ উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৩ সালের ৭ মার্চ দুপুর ১টার দিকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় বিএনপি নেতারা হরতাল সফল করার জন্য ধানসিঁড়ি বহুমুখী সমবায় সমিতির অফিসে গোপন বৈঠক করেন। খবর পেয়ে মিরপুর থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আরেফিনসহ পুলিশের লোকজন ওই সমিতির অফিসে প্রবেশ করতে চাইলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা বাধা দেন। পরে পুলিশের ওপর আক্রমণ করেন। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে পুলিশের দুই কনস্টেবল আহত হন। পরে ভেতরে তল্লাশি করে সাতটি বাঁশের লাঠি ও দুটি ককটেল উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করে।

অভিযোগ পত্র দেওয়ার পর ২০১৬ সালের ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর। শেষ হয় গত ১০ অক্টোবর। ১৬ জন সাক্ষীর মধ্যে ৫ জন পুলিশ সদস্য আদালতে সাক্ষ্য দেন।

মামলায় ১৮ জনকে খালাস দেওয়া হয়।

বিএনপির নেতা কর্মীদের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি আনজু কমিশনারসহ চারজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলায় এই সাজা দেওয়া হয়েছে বলে আমরা মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত