হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর
বরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাট-বাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।