Ajker Patrika

আরও দুই মামলায় সাবেক এমপি সুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন। ছবি: আজকের পত্রিকা
সাবেক এমপি মাজারুল ইসলাম সুজন। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক রহিমা খাতুন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের জিআরও এএসআই আবদুল কুদ্দুস জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা গত ২২ ফেব্রুয়ারি চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজন চতুর্থ আসামি ও তাঁর বাবা, সাবেক এমপি দবিরুল ইসলামকে প্রথম আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মোট ৬৪ জনকে।

এ ছাড়া আরেকটি মামলায় সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনেছেন। ওই মামলায় সুজনকে প্রধান আসামি ও তাঁর বাবাকে তৃতীয় আসামি করা হয়েছে। এই মামলায় আসামি ৩২ জন।

দুই মামলায় আজ আদালতে তোলা হলে আসামিপক্ষ জামিনের আবেদন করে। তবে বিচারক তা নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, ‘এই দুটি মামলা ভিত্তিহীন। আমরা জামিন চাইলেও আদালত তা মঞ্জুর করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত