Ajker Patrika

অন্তঃসত্ত্বা চিকিৎসককে মারধর

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক-নার্সদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চিকিৎসক-নার্সদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

রংপুরের তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। এর ফলে এক ঘণ্টা হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান, ডা. জহুরুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. হুমাউন কবীর, ডা. ফারজানা আঁখি, ডা. মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স বীণা রানীসহ চিকিৎসক, নার্স ও স্টাফরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করেন।

আরএমও মেহেদী হাসান বলেন, ‘তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউই গ্রেপ্তার হয়নি। এতে চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্মস্থলে আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনাকে আমরা নিন্দা জানাই। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক নার্স ও স্টাফদের নিরাপত্তার দাবিতে বহির্বিভাগে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি।’ তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত সাহা জানান, জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা। তিনি বলেন, সম্প্রতি তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক, নার্স ও স্টাফরা। কর্মবিরতি শেষে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত