অন্তঃসত্ত্বা চিকিৎসককে মারধর
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। এর ফলে এক ঘণ্টা হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান, ডা. জহুরুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. হুমাউন কবীর, ডা. ফারজানা আঁখি, ডা. মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স বীণা রানীসহ চিকিৎসক, নার্স ও স্টাফরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করেন।
আরএমও মেহেদী হাসান বলেন, ‘তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউই গ্রেপ্তার হয়নি। এতে চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্মস্থলে আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনাকে আমরা নিন্দা জানাই। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক নার্স ও স্টাফদের নিরাপত্তার দাবিতে বহির্বিভাগে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি।’ তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত সাহা জানান, জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা। তিনি বলেন, সম্প্রতি তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক, নার্স ও স্টাফরা। কর্মবিরতি শেষে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
রংপুরের তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। এর ফলে এক ঘণ্টা হাসপাতালটির বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২ থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান, ডা. জহুরুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. হুমাউন কবীর, ডা. ফারজানা আঁখি, ডা. মিজানুর রহমান, সিনিয়র স্টাফ নার্স বীণা রানীসহ চিকিৎসক, নার্স ও স্টাফরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে কর্মবিরতি পালন করেন।
আরএমও মেহেদী হাসান বলেন, ‘তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউই গ্রেপ্তার হয়নি। এতে চিকিৎসক, নার্স ও স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কর্মস্থলে আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনাকে আমরা নিন্দা জানাই। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কর্মস্থলে চিকিৎসক নার্স ও স্টাফদের নিরাপত্তার দাবিতে বহির্বিভাগে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি।’ তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজাত সাহা জানান, জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে সঙ্গতি রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স ও স্টাফরা। তিনি বলেন, সম্প্রতি তারাগঞ্জে এক নারী চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক, নার্স ও স্টাফরা। কর্মবিরতি শেষে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত
২০ মিনিট আগেবিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
২৪ মিনিট আগেবয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।
২৯ মিনিট আগেশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে থাকা কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তা। ডিএইচএল কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পরিচয় দিয়ে প্রত্যক্ষদর্শী ওই কর্মকর্তা গতকাল রাতে সাংবাদিকদের বলেন...
৩৬ মিনিট আগে