গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে তরিকুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসককে রাস্তায় আটকে মারধরের পর অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা গেছে, প্রকাশ্যে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে তরিকুল ইসলামকে বেধড়ক মারধর করেছেন কিছু যুবক। পরে তাঁকে টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি স্থানীয় মসজিদে ইমামতি করেন।
স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারের ওষুধের দোকানে যাচ্ছিলেন তরিকুল। পথে হাতি চামটার ব্রিজের এলাকায় তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে আগে থেকে দাঁড়িয়ে থাকা সাত-আটজন যুবক। এ সময় তাঁরা মোটরসাইকেল থেকে তরিকুলকে নামিয়ে কিল-ঘুষিসহ বেধড়ক মারধর করে। পরে তাঁকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে। এ ছাড়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দুজনকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
তরিকুলের ছোট ভাই জিরু মিয়া অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁকে (তরিকুল) অপহরণ করেছে প্রতিপক্ষের লোকজন। দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া ও চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে সাত-আটজন মিলে প্রকাশ্যে রাস্তায় মারধরের পর তরিকুলকে তুলে নিয়ে যান। পরে মিলনের বাড়িতে তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তরিকুলকে উদ্ধার করতে মিলনের বাড়িতে গেলে তাঁদের বিভিন্ন হুমকি দেখিয়ে তাড়িয়ে দেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তরিকুলের সঙ্গে নানা বিষয়ে শত্রুতা করে আসছেন সুমন, মিলনসহ তাঁদের পক্ষের লোকজন। তরিকুলকে অপহরণের ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করে দ্রুত তাঁকে উদ্ধারসহ জড়িতের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আজ বিকেলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে তরিকুলের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। তবে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে তরিকুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসককে রাস্তায় আটকে মারধরের পর অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা গেছে, প্রকাশ্যে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে তরিকুল ইসলামকে বেধড়ক মারধর করেছেন কিছু যুবক। পরে তাঁকে টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি স্থানীয় মসজিদে ইমামতি করেন।
স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারের ওষুধের দোকানে যাচ্ছিলেন তরিকুল। পথে হাতি চামটার ব্রিজের এলাকায় তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে আগে থেকে দাঁড়িয়ে থাকা সাত-আটজন যুবক। এ সময় তাঁরা মোটরসাইকেল থেকে তরিকুলকে নামিয়ে কিল-ঘুষিসহ বেধড়ক মারধর করে। পরে তাঁকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে। এ ছাড়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দুজনকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
তরিকুলের ছোট ভাই জিরু মিয়া অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁকে (তরিকুল) অপহরণ করেছে প্রতিপক্ষের লোকজন। দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া ও চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে সাত-আটজন মিলে প্রকাশ্যে রাস্তায় মারধরের পর তরিকুলকে তুলে নিয়ে যান। পরে মিলনের বাড়িতে তাঁকে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তরিকুলকে উদ্ধার করতে মিলনের বাড়িতে গেলে তাঁদের বিভিন্ন হুমকি দেখিয়ে তাড়িয়ে দেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তরিকুলের সঙ্গে নানা বিষয়ে শত্রুতা করে আসছেন সুমন, মিলনসহ তাঁদের পক্ষের লোকজন। তরিকুলকে অপহরণের ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করে দ্রুত তাঁকে উদ্ধারসহ জড়িতের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আজ বিকেলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে তরিকুলের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। তবে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।
গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় রংপুরের তারাগঞ্জে গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
১২ মিনিট আগেবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রামের তথ্যমতে, দুধকুমার নদের পানি বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে ২৯ দশমিক ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বিপদৎসীমার ৬ সেন্টিমিটার বেশি।
১৭ মিনিট আগেশ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, `আজ সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। আশপাশের তিনটি নদীতে তল্লাশি চলছিল। দুপুর দেড়টার দিকে ত্রিমোহনী ব্রিজের ৫০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৫ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ কালিরবাজার রেললাইনের পাশ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে