Ajker Patrika

ময়মনসিংহ আ.লীগের সহসভাপতি ইউসুফকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

ময়মনসিংহ প্রতিনিধি
আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠানের পাশে লাঠি হাতে এক যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া
আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠানের পাশে লাঠি হাতে এক যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ইউসুফ খান পাঠানকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল বুধবার গভীর রাতে প্রকাশ করা ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, এক অজ্ঞাতপরিচয় যুবক ইউসুফের দুই হাত চেপে ধরে রেখেছেন। এ সময় মাস্ক পরা আরেক যুবক তাঁকে লাঠিপেটা করছেন।

ইউসুফ খান ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাঠিপেটার ভিডিওটি ঢাকার কোনো একটি এলাকার। আত্মগোপনে থাকা অবস্থায় কিছুদিন আগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কাছে এই আওয়ামী লীগ নেতার পরিচয় প্রকাশ হলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁকে লাঠিপেটা করা হলেও পরে মধ্যস্থতার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

নগরীর মহারাজা রোডের বাসিন্দা আব্দুল মজিদ জানান, ৫ আগস্ট থেকে ইউসুফ খান ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আমিও শুনেছি তাঁকে লাঠিপেটা করা হয়েছে। তবে ঘটনাটি ময়মনসিংহে নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত