‘তোর কারণে নকল করতে পারিনি’, বলেই শিক্ষককে পেটালেন প্রাক্তন ছাত্র
পথ আটকানোর কারণ জানতে চাইতেই তাঁরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষকের ওপর হামলা করেন। এ সময় মুরাদ বলতে থাকেন, ‘২০১৭ সালে তোর কারণে টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারিনি। তোর কারণে বিদ্যালয়ে থাকার সময় পরীক্ষায় নকল করতে পারিনি।