Ajker Patrika

রাজশাহীতে ভাতিজাদের হাতে প্রাণ গেল চাচার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১৫: ৩২
রাজশাহীতে ভাতিজাদের হাতে প্রাণ গেল চাচার

রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজাদের মারপিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে ভাতিজাদের সঙ্গে মারামারিতে ওয়াহেদ গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হলে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মো. ওয়াহেদ (৬০)। উপজেলার আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তাঁর ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে ওয়াহেদসহ তাঁর পক্ষের চারজন এবং অন্য পক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ মারা যান। 

ওসি জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালিয়েছেন। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত