Ajker Patrika

‘তোর কারণে নকল করতে পারিনি’, বলেই শিক্ষককে পেটালেন প্রাক্তন ছাত্র

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১৮: ৫০
‘তোর কারণে নকল করতে পারিনি’, বলেই শিক্ষককে পেটালেন প্রাক্তন ছাত্র

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। সেই ক্ষোভ ঝাড়লেন আজ। আজ শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রবেশমুখে এক শিক্ষককে পিটিয়েছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলায়। মারধরের শিকার হেলাল উদ্দিন টুমচর আসাদ একাডেমির ভৌতবিজ্ঞানের শিক্ষক। সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গান্ধর্বপুর এলাকার লকিয়ত উল্যার ছেলে তিনি। অভিযুক্ত শিক্ষার্থীর নাম মুরাদ হোসেন (২২)। তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে আসেন হেলাল উদ্দিন। বিদ্যালয়ে প্রবেশমুখে পথরোধ করে দাঁড়ান আগে থেকে ওত পেতে থাকা মুরাদ ও তাঁর ৬-৭ জন সহযোগী। এভাবে পথ আটকানোর কারণ জানতে চাইতেই তাঁরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষকের ওপর হামলা করেন। এ সময় মুরাদ বলতে থাকেন, ‘২০১৭ সালে তোর কারণে টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারিনি। তোর কারণে বিদ্যালয়ে থাকার সময় পরীক্ষায় নকল করতে পারিনি। আজ তোকে পাইছি।’ এই বলে কিল-ঘুষি-লাথি দিয়ে মারাত্মক জখম করেন শিক্ষককে। এ সময় শিক্ষকের মোটরসাইকেলটিও ভাঙচুর করেন তাঁরা। অন্য শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। 

হাসপাতালে চিকিৎসাধীন হেলাল উদ্দিন বলেন, ‘২০১৭ সালে টেস্ট পরীক্ষায় ফেল করার কারণে মুরাদ পরীক্ষায় অংশ নিতে পারেনি। ওই সময়ে দায়িত্বরত অধ্যক্ষ তাঁকে সুযোগ দেয়নি। আমি কোনো অন্যায় করিনি। তারপরও মুরাদের নেতৃত্ব ৬-৭ জন সন্ত্রাসী আমার ওপর হামলা করে এবং আমার মোটরসাইকেল ভাঙচুর করে। হামলাকারী সবাইকে না চিনলেও মুরাদকে চিনতে পেরেছি।’ 

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মুরাদ হোসেনের মোবাইল ফোনের নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। 

এ নিয়ে বিদ্যালয়ের এক অভিভাবক সদস্য সৈয়দ মোজাম্মেল হোসেন বলেন, ‘ছাত্র হয়ে শিক্ষকের ওপর এভাবে হামলা মেনে নেওয়া যায় না। জড়িতদের আইনের আওতায় আনা উচিত।’ 

টুমচর আসাদ একাডেমি অধ্যক্ষ ফারজানা নুর বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। প্রাক্তন ছাত্র কীভাবে শিক্ষকের ওপর হামলা করে! আমরা বিদ্যালয়ে সব শিক্ষক বসে আজই সিদ্ধান্ত নিব। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মোস্তফা কামাল জানান, বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত