শ্রম আইনের কিছু ধারা মানবাধিকার ক্ষুণ্ন করছে: জিপিইইউ
শ্রম আইনের কিছু ধারা দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং মানবাধিকারকে ক্ষুণ্ন করছে বলে জানিয়েছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ)। আজ শনিবার এ সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এর উদাহরণ হিসেবে শ্রম আইনের ২৬, ২৭ (৩ ক), ১৭৯ (২), ১৮০ (১ খ) ও ১৮৭ দফার শেষাংশের ধারাগুলো তুলে ধরেছে তারা।