Ajker Patrika

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে আইনি নোটিশ

রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় ক্ষতিপূরণ দিতে সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়ায় মানবাধিকার কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যারিস্টার মো. আব্দুল হালিম এ নোটিশ পাঠান। 

গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় তার পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে এক বছর আগে সুপারিশ করা হয়। এই সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি-না এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কী জবাব দিয়েছে, তা জানতে চেয়েও জবাব না পেয়ে নোটিশ পাঠানো হলো। 

ব্যারিস্টার হালিম বলেন, সুপারিশ বাস্তবায়নে কমিশনের হাইকোর্টে আসার সুযোগ রয়েছে। তাঁরা হাইকোর্টেও মামলা করছেন না। এক বছর ধরে খাদিজার পরিবার একটা আশার মধ্যে আছে। মানবাধিকার কমিশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। 

 ১৫ দিনের মধ্যে সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ না করলে মানবাধিকার কমিশনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলেও উল্লেখ করেছেন আইনজীবী। 

এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনায় তার পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সুপারিশ করে জাতীয় মানবাধিকার কমিশন। মিরপুর থানা-পুলিশ গৃহকর্মী খাদিজাকে সুরক্ষা দিতে না পারায় এই ক্ষতিপূরণ দিতে বলা হয়। এ ছাড়া ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে বলা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত