Ajker Patrika

কৌশলে সম্পত্তি হাতিয়ে নেন রাজারবাগের পির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৌশলে সম্পত্তি হাতিয়ে নেন রাজারবাগের পির

মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে কৌশলে সম্পত্তি হাতিয়ে নেন রাজারবাগের পির দিল্লুর রহমান ও তার মুরিদেরা। এমন অভিযোগ করে মামলা থেকে অব্যাহতি এবং জেলে থাকা পরিবারের সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন আটজন রিট আবেদনকারী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মামলায় জর্জরিত ভুক্তভোগী পরিবারবৃন্দের ব্যানারে রাজারবাগ পির ও তাঁর মুরিদদের মামলাবাজ সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা এবং এ সংক্রান্ত মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্ট বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা। 

পিরের মুরিদের মামলায় ছেলে ও স্বামী জেলে আছে বলে জানান নাজমা আক্তার। তিনি বলেন, সজীব নামে এক ছেলে হত্যার ঘটনায় এক গরিব মহিলাকে আল্লাহর রাস্তায় ছেলেকে দান করে দিতে হবে বলে সেই ছেলেকে দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে আমার স্বামী ও ছেলের নামে মামলা দিয়েছে। মামলা করেছেন সজীবের দূর সম্পর্কের এক দুলাভাই, যে রাজারবাগ পিরের মুরিদ। আমার স্বামীর নামে পাঁচটি ও ছেলের নামে চারটি মামলা দিয়েছেন। 

মানববন্ধনের সমন্বয়ক ও পিরের মুরিদদের করা ৪৯টি মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন বলেন, এখানে যারা এসেছেন তাঁদের মামলার বাদী এবং সাক্ষীদের মধ্যে মিল রয়েছে। এক মামলার বাদী আরেক মামলার সাক্ষী, আবার আরেক মামলার সাক্ষী অন্য মামলার বাদী। এভাবে একই লোকজন বিভিন্ন এলাকায় করা মামলাগুলোর সঙ্গে যুক্ত। আশুলিয়ায় ৯ কোটি টাকার একটা নার্সারি দখলের উদ্দেশ্যে তাঁরা এক পরিবারের পাঁচজনের নামে মামলা দিয়েছেন। 

একরামুল এহসান কাঞ্চনের করা রিটের প্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দেওয়া প্রতিবেদনে দেখা যায়, মামলার ক্ষেত্রে বাদী ও সাক্ষীদের মিথ্যা ঠিকানা ব্যবহার করা হয়েছে। অনেকগুলো মামলার বাদীর ঠিকানা হিসেবে রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমানের পৈতৃক বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। এ ছাড়া আদালত থেকে খালাসপ্রাপ্ত প্রত্যেকটি মামলার বাদী পির ও দরবার শরিফের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যুক্ত। 

রাজারবাগ পিরের মুরিদেরা জানান, তাঁদের ৬৩ দিনব্যাপী কেন্দ্রীয় মাহফিল চলছে। এর মধ্যে অনেকেই পিরের সুনাম ক্ষুণ্ন করার জন্য এবং নিজেদের অপরাধ আড়াল করার জন্য পির ও দরবার শরিফের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত