ফেমিনিস্ট পুরুষ মানেই প্রকৃত প্রেমিক পুরুষ
পুরুষতন্ত্র সম্পর্কে প্রথম টের পাই অতি শৈশবে। মার সঙ্গে নানিবাড়ি গেছি। মা তার মেয়েবেলার সখীদের সঙ্গে মাতামাতি করছে, জোরে জোরে হাসছে, দু–একটা ‘বাজে কথাও’ বলছে এবং সবচেয়ে বড় ব্যাপার, মা তাদের সঙ্গে কথায় কথায় দ্বিমত করছে, নিজের মত দিচ্ছে।