বাজার তদারকির অভাব: সয়াবিন তেল গুদামে আছে দোকানে নেই
দেশের বাজারে সয়াবিন তেল সাধারণ মানুষের জন্য এখন এক হাহাকারের নাম হয়ে উঠেছে। লিটারপ্রতি দাম বাড়িয়েও কোনো লাভ হয়নি। খোলা বা বোতলজাত কোনো তেলই পাওয়া কঠিন হয়ে গেছে। পাওয়া গেলেও তা সাধারণ ভোক্তাকে কিনতে হচ্ছে অত্যধিক দামে। অথচ এমন নয় যে, সয়াবিন তেল নেই। আছে, তবে দোকানে নয়, গুদামে। বাজার তদারকির অভাবের সু