ছয় বান্ধবী একসঙ্গে বিসিএস ক্যাডার! ভাইরাল ছবির আসল গল্প
‘একসঙ্গে ছয় বান্ধবী বিসিএস ক্যাডার। একজন এডিসি, একজন আইসিটি অফিসার, একজন ইউএনও, দুজন এসি ল্যান্ড, একজন সিনিয়র সহকারী কমিশনার—মানে সবাই ক্যারিয়ারে সাকসেসফুল এবং সবার পোস্টিং একই জেলায়’—এমন একটি গল্পসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছয়জন নারীর কিছু গ্রুপ ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে।