ফ্যাক্টচেক ডেস্ক
২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’
প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী।
এই দুটি ছবিতেই রুটিনের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে ‘এইচএসসি ২১, ডিএমসি টপার’ এবং নিচে লেখা রয়েছে ‘ডিএমসি টপার ইমরান হাসান শোভন’। তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটিতে ‘এইচএসসি ২১’ লেখাটি নেই। এই পরিবর্তন ছাড়া দুটি রুটিনের মধ্যে কোনো তফাত নেই।
আরও খুঁজতে গিয়ে ‘ডিএমসি টপার (DMC TOPPER)’ নামের প্রায় ৭৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘HSC-21 ব্যাচের রুটিনটা দিলাম। ইনশাআল্লাহ HSC-22 এর জন্য ও খুব শীঘ্রই রুটিন তৈরি করবো।’ ক্যাপশনে আপলোড করা একই রুটিনের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০২১ সালের ১২ জুন পোস্ট করেন ইমরান হাসান শোভন।
ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।
অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।
২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’
প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী।
এই দুটি ছবিতেই রুটিনের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে ‘এইচএসসি ২১, ডিএমসি টপার’ এবং নিচে লেখা রয়েছে ‘ডিএমসি টপার ইমরান হাসান শোভন’। তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটিতে ‘এইচএসসি ২১’ লেখাটি নেই। এই পরিবর্তন ছাড়া দুটি রুটিনের মধ্যে কোনো তফাত নেই।
আরও খুঁজতে গিয়ে ‘ডিএমসি টপার (DMC TOPPER)’ নামের প্রায় ৭৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘HSC-21 ব্যাচের রুটিনটা দিলাম। ইনশাআল্লাহ HSC-22 এর জন্য ও খুব শীঘ্রই রুটিন তৈরি করবো।’ ক্যাপশনে আপলোড করা একই রুটিনের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০২১ সালের ১২ জুন পোস্ট করেন ইমরান হাসান শোভন।
ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।
অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
৮ ঘণ্টা আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
১৭ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৪ দিন আগে