ভাষার সাহিত্য, সাহিত্যের ভাষা
রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি। শাহবাগের ফুলের দোকানগুলোর ভেতরের দিকে চলছে সোলা দিয়ে তোড়া বানানোর তোড়জোড়। সাদা সোলার ওপরে গাঁথা হচ্ছে গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা। আজ ভোরের মধ্যে এই ফুল চলে যাবে ঢাকা শহরের বিভিন্ন সংগঠন ও মানুষের হাতে হাতে, রাত পোহালে শহীদ মিনারে। একুশে ফেব্রুয়ারির আগের দিন তাই এই এলাক