ইউক্রেনে ‘ডার্টি’ বোমার প্রমাণ পায়নি জাতিসংঘ
ইউক্রেনে পারমাণবিক তেজস্ক্রিয়তাসম্পন্ন ‘ডার্টি’ বোমা তৈরির কাজ চলছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের পারমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির সংশ্লিষ্ট স্থানগুলোতে অনুসন্ধান চালানোর পর সংস্থাটি এই অভিযোগ খারিজ করে দিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।