Ajker Patrika

ইরানের কাছ থেকে ২ হাজার ড্রোন কিনেছে রাশিয়া: জেলেনস্কি

ইরানের কাছ থেকে ২ হাজার ড্রোন কিনেছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইরানের কাছ থেকে প্রায় ২ হাজার ড্রোন কিনেছে। স্থানীয় সময় আজ সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে জেলেনস্কি এই দাবি করেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ দাবি করেছে—রাশিয়া ইউক্রেনে সাম্প্রতিক হামলায় যেসব ড্রোন ব্যবহার করেছে এই ধরনের ড্রোনই ইরানের কাছ থেকে কিনেছে। তবে কিয়েভ কোনো নির্দিষ্ট মডেলের কথা জানানে পারেনি। 

হারেৎজের অনুষ্ঠানে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের আকাশে প্রতিরাতেই আমরা ইরানের তৈরি ড্রোনের আওয়াজ শুনতে পাই। আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে রাশিয়া ইরানের কাছ থেকে প্রায় ২ হাজার শাহেদ মডেলের ড্রোন কিনেছে।’ তবে রাশিয়া এই ড্রোনগুলো সম্প্রতি কিনেছে নাকি আরও আগেই কিনেছে সেই বিষয়ে জেলেনস্কি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। 

ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় উপাদান সমৃদ্ধ ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলে হয়েছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে বিশেষ ‘ডার্টি বোমা’ ব্যবহার করে রাশিয়ার ওপর দায় চাপানোর পরিকল্পনা করছে এমন অভিযোগ মস্কোর। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়। 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল রোববার সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার বিষয়ে অভিযোগ করেন। 

তবে মস্কোর এমন অভিযোগকে মিথ্যা ও ভয়ংকর বলছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তা কেবল রাশিয়ার পক্ষেই সম্ভব। মস্কোর অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, ‘এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত