রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওপর ইউক্রেনীয় সৈন্যদের যেকোনো আক্রমণের ‘কড়া’ পাল্টা জবাব দেওয়া হবে। এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা তীব্র করার মূল লক্ষ্য হলো দেশটির জ্বালানি অবকাঠামো। স্থানীয় সময় আজ সোমবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে পুতিন এই কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, ‘ইউক্রেনের কোনো আক্রমণকেই প্রতিহত করা ছাড়া ছেড়ে দেওয়া হবে না। তাঁরা যদি আক্রমণ চালিয়ে যেতে থাকে তবে রাশিয়ার পক্ষ থেকে তার কড়া জবাব দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত হুমকি নিষ্ক্রিয় না হচ্ছে।
পুতিন তাঁর ভাষণে ইউক্রেনে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং হতাহতের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আজ (সোমবার) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুসারে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে নির্ভুল লক্ষ্যমাত্রায় হামলা চালানো হয়েছে। এসব হামলা লক্ষ্যবস্তু ছিল, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক কমান্ডের অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা।’
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট যেন ইউক্রেনের প্রেসিডেন্টের কথারই প্রতিধ্বনি করেছেন।
এদিকে, রাশিয়া থেকে ইউক্রেনজুড়ে অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেনের ‘অনেকগুলো’ শহরে হামলা চালিয়েছে। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার একমাত্র সংযোগ সেতুতে ইউক্রেনের হাত রয়েছে—মস্কোর এমন দাবির এক দিন পরই এই হামলা হলো।
ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ইউক্রেনে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ সোমবার সকালে ইউক্রেনে অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওপর ইউক্রেনীয় সৈন্যদের যেকোনো আক্রমণের ‘কড়া’ পাল্টা জবাব দেওয়া হবে। এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা তীব্র করার মূল লক্ষ্য হলো দেশটির জ্বালানি অবকাঠামো। স্থানীয় সময় আজ সোমবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এক বৈঠকে পুতিন এই কথা বলেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে পুতিন বলেন, ‘ইউক্রেনের কোনো আক্রমণকেই প্রতিহত করা ছাড়া ছেড়ে দেওয়া হবে না। তাঁরা যদি আক্রমণ চালিয়ে যেতে থাকে তবে রাশিয়ার পক্ষ থেকে তার কড়া জবাব দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত হুমকি নিষ্ক্রিয় না হচ্ছে।
পুতিন তাঁর ভাষণে ইউক্রেনে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং হতাহতের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আজ (সোমবার) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পরিকল্পনা অনুসারে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে নির্ভুল লক্ষ্যমাত্রায় হামলা চালানো হয়েছে। এসব হামলা লক্ষ্যবস্তু ছিল, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, সামরিক কমান্ডের অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থা।’
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট যেন ইউক্রেনের প্রেসিডেন্টের কথারই প্রতিধ্বনি করেছেন।
এদিকে, রাশিয়া থেকে ইউক্রেনজুড়ে অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেনের ‘অনেকগুলো’ শহরে হামলা চালিয়েছে। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার একমাত্র সংযোগ সেতুতে ইউক্রেনের হাত রয়েছে—মস্কোর এমন দাবির এক দিন পরই এই হামলা হলো।
ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ইউক্রেনে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ সোমবার সকালে ইউক্রেনে অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।’
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১১ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১২ ঘণ্টা আগে