ইউক্রেন সরকারই রুশ সাংবাদিক দারিয়া দুগিনাকে হত্যা করেছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সরকারের একাংশের নির্দেশেই এ হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল। স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত বিষয়ক তথ্য গোপন রাখা ও স্পর্শকাতর কূটনীতির স্বার্থে ঠিক কারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আদৌ এ হত্যাকাণ্ডে অনুমতি দিয়েছিলেন কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
গত ২০ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং তাঁর পরামর্শদাতা বলে পরিচিত আলেকজান্দর দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে হত্যা করা হয়। ২৯ বছর বয়সী এই নারী একটি রুশ জাতীয়তাবাদী টিভি চ্যানেলের ভাষ্যকার ছিলেন। তাঁর গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে তিনি মারা যান। সে সময় রাশিয়া জানিয়েছিল, ‘বিশেষ কারণে’ দারিয়াকে হত্যা করা হয়েছে এবং এ জন্য ইউক্রেনই দায়ী। দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের বদলা নেওয়ারও ঘোষণা দেয় রাশিয়া।
অবশ্য সেসময় এ হত্যাকাণ্ডে ইউক্রেন সরকার তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের কথা জানতে চাওয়া হলে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক আবারও ওই হত্যাকাণ্ডে তাদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘আমি আবারও বলব, এক দেশের সঙ্গে আরেক দেশের মধ্যে যুদ্ধে সময়ে যেকোনো হত্যাকাণ্ডের পেছনে কিছু বাস্তবিক তাৎপর্য থাকে। সেখানে কিছু সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য থাকে। দুগিনার মতো কাউকে হত্যা করা কোনো কৌশলগত লক্ষ্য হতে পারে না।’
তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী, সিকিউরিটি সার্ভিসেস এবং জেলেনস্কির অফিসসহ ইউক্রেনে ক্ষমতাসীন সরকারের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ক্ষমতা কেন্দ্রগুলোর বিষয়ে তাদের কাছে কোনো পরিপূর্ণ চিত্র নেই। কাজেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে যে ইউক্রেন সরকারের একাংশ যুক্ত নয় তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
ইউক্রেন সরকারই রুশ সাংবাদিক দারিয়া দুগিনাকে হত্যা করেছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সরকারের একাংশের নির্দেশেই এ হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল। স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত বিষয়ক তথ্য গোপন রাখা ও স্পর্শকাতর কূটনীতির স্বার্থে ঠিক কারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আদৌ এ হত্যাকাণ্ডে অনুমতি দিয়েছিলেন কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
গত ২০ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং তাঁর পরামর্শদাতা বলে পরিচিত আলেকজান্দর দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে হত্যা করা হয়। ২৯ বছর বয়সী এই নারী একটি রুশ জাতীয়তাবাদী টিভি চ্যানেলের ভাষ্যকার ছিলেন। তাঁর গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে তিনি মারা যান। সে সময় রাশিয়া জানিয়েছিল, ‘বিশেষ কারণে’ দারিয়াকে হত্যা করা হয়েছে এবং এ জন্য ইউক্রেনই দায়ী। দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের বদলা নেওয়ারও ঘোষণা দেয় রাশিয়া।
অবশ্য সেসময় এ হত্যাকাণ্ডে ইউক্রেন সরকার তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের কথা জানতে চাওয়া হলে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক আবারও ওই হত্যাকাণ্ডে তাদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘আমি আবারও বলব, এক দেশের সঙ্গে আরেক দেশের মধ্যে যুদ্ধে সময়ে যেকোনো হত্যাকাণ্ডের পেছনে কিছু বাস্তবিক তাৎপর্য থাকে। সেখানে কিছু সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য থাকে। দুগিনার মতো কাউকে হত্যা করা কোনো কৌশলগত লক্ষ্য হতে পারে না।’
তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী, সিকিউরিটি সার্ভিসেস এবং জেলেনস্কির অফিসসহ ইউক্রেনে ক্ষমতাসীন সরকারের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ক্ষমতা কেন্দ্রগুলোর বিষয়ে তাদের কাছে কোনো পরিপূর্ণ চিত্র নেই। কাজেই ওই হত্যাকাণ্ডের সঙ্গে যে ইউক্রেন সরকারের একাংশ যুক্ত নয় তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১১ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১২ ঘণ্টা আগে