আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে ২ লাখেরও বেশি সংখ্যক সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। গত ২১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি লোকবল তালিকাভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সের্গেই শোইগু বলেছেন, ‘আজ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন।’ ইউক্রেনে চাপের মুখে থাকা রাশিয়ার সেনাবাহিনীকে আরও সৈন্য সরবরাহ করে চাঙা করে তুলতেই মোবিলাইজেশনের ঘোষণা দেন পুতিন। ইউক্রেনের বেশ কয়েকটি ফ্রন্টে রাশিয়ার সৈন্যরা পশ্চাদপসরণের বাধ্য হওয়ায় এই ঘোষণা দেন পুতিন।
পুতিন মোবিলাইজেশনের ঘোষণার পরপরই রাশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয় এটি পূর্ণাঙ্গ মোবিলাইজেশন নয় বরং আংশিক মোবিলাইজেশন। এবং এর আওতায় ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ইউক্রেনে মূল সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যুক্ত করা হবে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, যাদের আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের পাঠানো হবে তাঁরা দেশের ৬টি প্রশিক্ষণ কেন্দ্রের ৮০ টিরও বেশি মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন। এ সময় শোইগু দেশটির নৌ এবং সেনাবাহিনীর কমান্ডারদের কাছে দ্রুত এই সৈন্য সংগ্রহ প্রক্রিয়া শেষ করতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন, নতুন যুক্ত হওয়া সৈন্যরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা ‘অসম্ভব’ উল্লেখ করে একটি আদেশ জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আদেশের ফলে, ইউক্রেনের কোনো নাগরিক পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে পারবেন না।
রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রতিক্রিয়ায় গত শুক্রবার জেলেনস্কি জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে আলোচনার সকল পথ বন্ধ। তাঁর সঙ্গে আর কোনো আলোচনা সম্ভব নয়। আজকের এই আদেশের মাধ্যমে জেলেনস্কির সেদিনের কথা আইনে পরিণত হলো।
আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে ২ লাখেরও বেশি সংখ্যক সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। গত ২১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পারশিয়াল মোবিলাইজেশনের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি লোকবল তালিকাভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সের্গেই শোইগু বলেছেন, ‘আজ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন।’ ইউক্রেনে চাপের মুখে থাকা রাশিয়ার সেনাবাহিনীকে আরও সৈন্য সরবরাহ করে চাঙা করে তুলতেই মোবিলাইজেশনের ঘোষণা দেন পুতিন। ইউক্রেনের বেশ কয়েকটি ফ্রন্টে রাশিয়ার সৈন্যরা পশ্চাদপসরণের বাধ্য হওয়ায় এই ঘোষণা দেন পুতিন।
পুতিন মোবিলাইজেশনের ঘোষণার পরপরই রাশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয় এটি পূর্ণাঙ্গ মোবিলাইজেশন নয় বরং আংশিক মোবিলাইজেশন। এবং এর আওতায় ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ইউক্রেনে মূল সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যুক্ত করা হবে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, যাদের আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের পাঠানো হবে তাঁরা দেশের ৬টি প্রশিক্ষণ কেন্দ্রের ৮০ টিরও বেশি মাঠে প্রশিক্ষণ নিচ্ছেন। এ সময় শোইগু দেশটির নৌ এবং সেনাবাহিনীর কমান্ডারদের কাছে দ্রুত এই সৈন্য সংগ্রহ প্রক্রিয়া শেষ করতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন, নতুন যুক্ত হওয়া সৈন্যরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা ‘অসম্ভব’ উল্লেখ করে একটি আদেশ জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আদেশের ফলে, ইউক্রেনের কোনো নাগরিক পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে পারবেন না।
রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রতিক্রিয়ায় গত শুক্রবার জেলেনস্কি জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে আলোচনার সকল পথ বন্ধ। তাঁর সঙ্গে আর কোনো আলোচনা সম্ভব নয়। আজকের এই আদেশের মাধ্যমে জেলেনস্কির সেদিনের কথা আইনে পরিণত হলো।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১১ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১১ ঘণ্টা আগে