ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
মোহাম্মদ লিমন নামের একজন জাকারিয়ার হাতে ফুল দিয়ে তাঁকে আইকন প্লাসের শিক্ষার্থী দাবি করেন। সেই শেয়ার করা পোস্টে জাকারিয়া লিখেন, ‘হুদাই। একটি ফ্রি ক্লাস করলে শিক্ষার্থী হয়ে যায়, এটা জানতাম না।’ মোহাম্মদ লিমন আইকন প্লাসের অন্যতম পরিচালক বলে জানা গেছে।