Ajker Patrika

জাককানইবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  

জাককানইবি প্রতিনিধি
জাককানইবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উৎসবমুখর পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। 

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে পুরো ক্যাম্পাস এরিয়া ১৪৪ ধারা বলবৎ ছিল। পরীক্ষা দিতে আসা সকলের দিকনির্দেশনার জন্য মাঠ কর্মীরা নিযুক্ত ছিলেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী সাদিয়া আফরোজ বলেন, পরীক্ষা দিতে এসে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছি এবং সকলেই সহযোগিতাপূর্ণ আচরণ করেছে। তবে পরীক্ষা কেন্দ্রে ঘড়ি না থাকায় সময় নিয়ে একটু সমস্যা হয়েছে। 

হাসনাৎ করিম নামে এক অভিভাবক বলেন, পরীক্ষা দিতে আসার পর কোনো প্রতিবন্ধকতা হয়নি। সবকিছু ঠিক ছিল।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা কড়া নিরাপত্তার আওতায় সব বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে সকল ইউনিটের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত