ইউরোপ বাধাই টপকাতে পারছে না ব্রাজিল
২০০২ বিশ্বকাপে জার্মানিকে হারিয়েই পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপরের ২০ বছরের গল্পটা ব্রাজিলিয়ানদের জন্য ভীষণ হতাশার। পাঁচ বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর কাছে নকআউট রাউন্ডে হেরেছে ব্রাজিল। যার মধ্যে চারবার হেরেছে কোয়ার্টার ফাইনালে, আরেকবার সেমিফাইনালে।