ব্রাজিলে ফুটবল প্রতিভার কখনো অভাব পড়েনি। পেলে, গারিঞ্চা, জিকো, সক্রেটিসের পর সেলেসাওরা পেয়েছিল রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাকার মতো তারকাদের। সেই প্রজন্মের জাদু দেখানো শেষ হতে না হতেই বিশ্বমঞ্চে হাজির নেইমার। যাঁকে ভাবা হচ্ছিল পেলের উত্তরসূরি।
নেইমারের পরের প্রজন্ম ভিনিসিয়াস জুনিয়ার, রিচার্লিসন ও রদ্রিগোও এখন ব্রাজিলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। এর মধ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেয়ে গেছে এনড্রিক ফেলিপে নামের আরেক বিস্ময়বালককে। ইতিমধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন ১৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০২৪ সালে ১৮ বছর পূর্ণ হবে এনড্রিখের। এরপরই লা লিগায় দেখা যাবে তাঁকে। এই ‘ব্রাজিলিয়ান প্রডিজি’র ওপর চোখ ছিল ইউরোপের অনেক বড় ক্লাবের। তবে এ ক্ষেত্রে রিয়ালকেই বেছে নিলেন তিনি। তার কারণও খোলাসা করেছেন এনড্রিক। জানালেন, স্বদেশি ভিনিসয়াসের কারণে রিয়ালকে বেছে নিয়েছেন তিনি।
প্রতি বছর ব্রাজিল কিংবদন্তি জিকো এক প্রীতি ম্যাচের আয়োজন করেন। সেই ম্যাচে খেলতে গিয়ে রিয়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এনড্রিক। প্রীতি ম্যাচটিতে অংশ নেন অনেক কিংবদন্তি ফুটবলার। ৬০ হাজার দর্শকের সামনে তিনটি গোলও করেন এনড্রিক।
ম্যাচ শেষে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা’কে এক সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই রিয়ালের সঙ্গে চুক্তির ব্যাপারে জানান। লস ব্লাঙ্কোসদের কী কারণে বেছে নিয়েছেন সেই কথা জানতে চাওয়া হয়েছিল এনড্রিকের কাছ থেকে। ব্রাজিলিয়ান বিস্ময় বালকের উত্তর, ‘রিয়াল মাদ্রিদ খুব বড় দল। ভিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন এবং আশাও দিয়েছিলেন। তিনি আমার আদর্শ ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। এই কারণে আমি রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছি এবং আমি মনে করি, এটা সঠিক সিদ্ধান্ত। ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে বলেছেন এটা সঠিক পথ।’
ব্রাজিলে ফুটবল প্রতিভার কখনো অভাব পড়েনি। পেলে, গারিঞ্চা, জিকো, সক্রেটিসের পর সেলেসাওরা পেয়েছিল রোনালদো নাজারিও, রোনালদিনহো, কাকার মতো তারকাদের। সেই প্রজন্মের জাদু দেখানো শেষ হতে না হতেই বিশ্বমঞ্চে হাজির নেইমার। যাঁকে ভাবা হচ্ছিল পেলের উত্তরসূরি।
নেইমারের পরের প্রজন্ম ভিনিসিয়াস জুনিয়ার, রিচার্লিসন ও রদ্রিগোও এখন ব্রাজিলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। এর মধ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পেয়ে গেছে এনড্রিক ফেলিপে নামের আরেক বিস্ময়বালককে। ইতিমধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন ১৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০২৪ সালে ১৮ বছর পূর্ণ হবে এনড্রিখের। এরপরই লা লিগায় দেখা যাবে তাঁকে। এই ‘ব্রাজিলিয়ান প্রডিজি’র ওপর চোখ ছিল ইউরোপের অনেক বড় ক্লাবের। তবে এ ক্ষেত্রে রিয়ালকেই বেছে নিলেন তিনি। তার কারণও খোলাসা করেছেন এনড্রিক। জানালেন, স্বদেশি ভিনিসয়াসের কারণে রিয়ালকে বেছে নিয়েছেন তিনি।
প্রতি বছর ব্রাজিল কিংবদন্তি জিকো এক প্রীতি ম্যাচের আয়োজন করেন। সেই ম্যাচে খেলতে গিয়ে রিয়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এনড্রিক। প্রীতি ম্যাচটিতে অংশ নেন অনেক কিংবদন্তি ফুটবলার। ৬০ হাজার দর্শকের সামনে তিনটি গোলও করেন এনড্রিক।
ম্যাচ শেষে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা’কে এক সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই রিয়ালের সঙ্গে চুক্তির ব্যাপারে জানান। লস ব্লাঙ্কোসদের কী কারণে বেছে নিয়েছেন সেই কথা জানতে চাওয়া হয়েছিল এনড্রিকের কাছ থেকে। ব্রাজিলিয়ান বিস্ময় বালকের উত্তর, ‘রিয়াল মাদ্রিদ খুব বড় দল। ভিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন এবং আশাও দিয়েছিলেন। তিনি আমার আদর্শ ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। এই কারণে আমি রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছি এবং আমি মনে করি, এটা সঠিক সিদ্ধান্ত। ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে বলেছেন এটা সঠিক পথ।’
কোনো কিছু বুঝে ওঠার আগেই খেতে হয়েছে ধাক্কা বাংলাদেশ। তা সামলাতে হিমশিম খেতে হচ্ছিল বেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান নাজমুল-মুর্শেদরা। কিন্তু সেখানে বাংলাদেশকে কাঁদিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিকেরা
৮ ঘণ্টা আগেভারত-পাকিস্তানে যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় আইপিএল শুরু হলে ভাগ্য ফিরেছে মোস্তাফিজুর রহমানের। সুযোগ মিলেছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে একাদশেও জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
৯ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তবে এখন প্রশ্ন, দুই ম্যাচেই শেষ হবে এই সিরিজ, নাকি যুক্ত হবে আরও একটি ম্যাচ?
১০ ঘণ্টা আগেশ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মেগা নিলামের পর সেই আইয়ার এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক। তাতে কলকাতার নেতৃত্বভার চলে আসে আজিঙ্কা রাহানের কাঁধে। তবে শিরোপা ধরে রাখার মতো বাড়তি চাপ নিতে পারেননি রাহানে।
১২ ঘণ্টা আগে