অনটনের সংসার চালাতে মাছ কাটার কাজ করে জয়মণি
জয়মণি দাশের বয়স ১০ বছর। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে মামাদের সঙ্গে মাছ কেটে দিতে সহযোগিতা করে সে। এ কাজের জন্য পাওয়া ৫০ টাকা মায়ের হাতে তুলে দেয় জয়মণি। এমন শুধু জয়মণি নয়, ২০ থেকে ২৫ জন নানা বয়সী মানুষ এই বাজারে মাছ কাটতে আসে, যাদের বেশির ভাগই...