Ajker Patrika

খাল ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২: ২৪
খাল ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খাল ও পুকুরে ডুবে স্কুলশিক্ষার্থী ধ্রুব দাস (১১) ও সাত্বক চন্দ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ ওয়ার্ডের কৈবর্ত্যপাড়া এবং উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থী ধ্রুব দাস সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের ছন্দারিয়া খালে গোসল করতে নেমে ডুবে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধ্রুব পূর্ব গোমদন্ডীর কৈবর্ত্য পাড়ার গোবিন্দ দাসের ছেলে। সে গোমদন্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

একই দিন বেলা ১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাত্বক চন্দ নামের আরও এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার উত্তম চন্দের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আজমাইন ইকতিদার আজকের পত্রিকাকে জানান, সাত্বক চন্দ ও ধ্রুব নামের দুই শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তাদের হাসপাতালে আনার আগেই মারা যায়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত