Ajker Patrika

শিক্ষকের মার খেয়ে হাসপাতালে শিক্ষার্থী! 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১৮: ২০
শিক্ষকের মার খেয়ে হাসপাতালে শিক্ষার্থী! 

শিক্ষকের মারধরে আহত হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) শিক্ষার্থী। আজ রোববার দুপুরে বিদ্যালয়ে এই মারধরের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় অভিযুক্ত গোমদণ্ডী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. সাইফ হোসাইন। আহত শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন। 

এদিকে এ ঘটনায় আহত শিক্ষার্থী ও তার সহপাঠীরা বোয়ালখালী থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

আহত শিক্ষার্থী সাইদুল হক বলেছে, ‘ক্লাস চলাকালীন অমনোযোগী থাকার অজুহাতে সাইফ হোসাইন স্যার আমাকে বেত দিয়ে বেধড়ক পিটিয়েছেন। এতে পিঠে জখম হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।’ 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাইফ হোসাইন বলেন, ‘পাঠ চলাকালীন শ্রেণিকক্ষের পেছনের বেঞ্চে বসে সাইদুল হক উচ্চ স্বরে হাসাহাসি ও গল্পগুজব করছিল। তাকে ডেকে অন্য শিক্ষার্থীদের অসুবিধার কথা জানালে সে চোখ বড় বড় করে তাকিয়ে জানায়, ‘‘আমি হাসাহাসি করলে আপনার কী সমস্যা।’’ তাই তাকে মেরেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত