বুকে স্প্লিন্টারের আঘাত নিয়ে এখনো তবলা বাজান টিটো
সংস্কৃতি কর্মী সুব্রত রায় টিটো নিজের বুকে, মুখে ও পায়ে হাত দিয়ে বলেন, ‘শরীরের এসব জায়গায় স্প্লিন্টার ছিল। চিকিৎসকেরা বলেছেন বুকের স্প্লিন্টারটি আরেকটু গভীরে গেলেই আমি স্পট ডেথ হতাম। এরপর কানে আলতো স্পর্শ লাগিয়ে বলেন, দুই কানেই শুনি না। তবে ডান কানটিতে একদমেই না। অনেক মনোযোগ দিয়ে শুনতে হয়।’