Ajker Patrika

আহমেদাবাদে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড 

আহমেদাবাদে সিরিজ বোমা হামলা: ৩৮ জনের মৃত্যুদণ্ড 

ভারতের গুজরাটের আহমেদাবাদে সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এ ছড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ১১ জনকে। ২০০৮ সালে সংঘটিত ওই হামলায় অন্তত ৫৬ জন নিহত হন, আহত হন আরও দুই শতাধিক। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

 ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি গুজরাটের বাণিজ্যিক কেন্দ্র বলে খ্যাত আহমেদাবাদ শহরের বিভিন্ন বাজার, বাস, বাসস্টপ এবং অন্যান্য জনবহুল জায়গায় সিরিজ বোমা হামলা চালায়। ৭০ মিনিটের মধ্যে ২২টি জায়গায় হামলায় চালায়। 

হামলা চালানোর অভিযোগে ৭৮ জনকে অভিযুক্ত করে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। তাঁদের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই হত্যা ও ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন। 

আদালতের বিচারক এ আর প্যাটেল শুক্রবার এই শাস্তির আদেশ। 

তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত