নব্য জেএমবির মূল শক্তি বোমা হামলা
নব্য জেএমবির প্রত্যেক সদস্যকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নতুন করে সংগঠিত হতে দলে ভেড়ানো হচ্ছে নতুন নতুন সদস্য। উদ্দেশ্য রাজধানীতে বড় হামলা করে আলোচনায় আসা। সংগঠনের আমির মাহাদী হাসান জন তুরস্কের ইস্তাম্বুল থেকে এমন নির্দেশনাই দিচ্ছেন।