পারমাণবিক ধ্বংসযজ্ঞের কতটা নিকটে পৃথিবী, কী বলছে ‘ডুমসডে ক্লক’
বিশ্বের নিরাপত্তা, বিজ্ঞান ও অন্যান্য ইস্যুতে কাজ করা বিজ্ঞানীদের অলাভজনক সংগঠন বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট প্রতিবছর ‘ডুমসডে ক্লক’ নামে একটি ঘড়ি চালু করে। এই ঘড়ি প্রতীকী, যা নির্দেশ করে, পৃথিবী আসলে পারমাণবিক ধ্বংসযজ্ঞসহ অন্যান্য বিপর্যয়ের কতটা কাছে চলে এসেছে। তবে এই ঘড়ি চূড়ান্ত কোনো দিনক্ষণ