পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে আজ বুধবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন ঘটা এই বিস্ফোরণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা ঘনীভূত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে। কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) এবং আফগান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বেলুচিস্তানের পিশিন শহরে ঘটে এই মারাত্মক বিস্ফোরণ। স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের কার্যালয়ের কাছে দুপুর ১২টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। তাই তিনি অক্ষত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোয়েটার একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে এই বিস্ফোরণে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে, এটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ এবং বিস্ফোরকটি একটি মোটরসাইকেলে রাখা ছিল।
বেলুচিস্তান প্রদেশের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, এটি স্পষ্টই একটি আইইডি বিস্ফোরণ যার ফলে ১২ জনের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে রয়েছে সহিংসতা এবং ভোট কারচুপির আশঙ্কা। নির্বাচনের প্রাক্কালে এই ভয়াবহ বিস্ফোরণে এই আশঙ্কা ও ঝুঁকি আরও বেড়েছে। আজ দেশজুড়ে পাঁচ লাখেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা শুরু করেছে কর্তৃপক্ষ। ৯০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ বিস্ফোরণের বিস্তারিত জানতে চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দিয়েছে ইসিপি।
২০১৮ সালের নির্বাচনে বিজয়ী কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে খোদ সরকারের তরফ থেকেই। এ প্রেক্ষিতে উঠেছে প্রাক-নির্বাচন কারচুপির অভিযোগ।
নির্বাচনের আগে পাকিস্তানে ঘটেছে বেশ কিছু সহিংস ঘটনা। অন্তত দুই প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দেশজুড়ে আরো ডজনখানেক প্রার্থীকে বানানো হয়েছিল হামলার লক্ষ্যবস্তু।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে আজ বুধবার বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক আগের দিন ঘটা এই বিস্ফোরণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আশঙ্কা ঘনীভূত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে খবরটি দেওয়া হয়েছে। কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) এবং আফগান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বেলুচিস্তানের পিশিন শহরে ঘটে এই মারাত্মক বিস্ফোরণ। স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের কার্যালয়ের কাছে দুপুর ১২টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। তাই তিনি অক্ষত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোয়েটার একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে এই বিস্ফোরণে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে যে, এটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ এবং বিস্ফোরকটি একটি মোটরসাইকেলে রাখা ছিল।
বেলুচিস্তান প্রদেশের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, এটি স্পষ্টই একটি আইইডি বিস্ফোরণ যার ফলে ১২ জনের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে রয়েছে সহিংসতা এবং ভোট কারচুপির আশঙ্কা। নির্বাচনের প্রাক্কালে এই ভয়াবহ বিস্ফোরণে এই আশঙ্কা ও ঝুঁকি আরও বেড়েছে। আজ দেশজুড়ে পাঁচ লাখেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা শুরু করেছে কর্তৃপক্ষ। ৯০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ বিস্ফোরণের বিস্তারিত জানতে চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দিয়েছে ইসিপি।
২০১৮ সালের নির্বাচনে বিজয়ী কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে খোদ সরকারের তরফ থেকেই। এ প্রেক্ষিতে উঠেছে প্রাক-নির্বাচন কারচুপির অভিযোগ।
নির্বাচনের আগে পাকিস্তানে ঘটেছে বেশ কিছু সহিংস ঘটনা। অন্তত দুই প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দেশজুড়ে আরো ডজনখানেক প্রার্থীকে বানানো হয়েছিল হামলার লক্ষ্যবস্তু।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
১০ মিনিট আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
২০ মিনিট আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
১ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
১ ঘণ্টা আগে