Ajker Patrika

আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনা চৌকিতে হামলায় ৭ জন নিহত

অনলাইন ডেস্ক
আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনা চৌকিতে হামলায় ৭ জন নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সামরিক পোস্টে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে, আজ শনিবার ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমে এই আত্মঘাতী হামলা চালিয়েছিল ছয়জন জঙ্গি। তবে হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠীর নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, যার ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন সেনা নিহত হন।’ পরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানের বাসিন্দারা রয়টার্সকে বলেন, হামলার সময় বিস্ফোরণে কয়েকটি বাড়ির দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে হামলা বেড়েছে। এর অনেকগুলোর দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। আফগানিস্তান থেকে হামলাগুলো চালানো হয়েছে।

এসব হামলা পাকিস্তান এবং ক্ষমতাসীন আফগান তালেবানদের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তবে জঙ্গিদের আফগানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

গত ফেব্রুয়ারিতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন বিস্ফোরণ, গ্রেনেড ও বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত