ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় ইসরায়েলি হামলা চলছে বিগত ১০৮ দিন ধরে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই শিশু ও নারী। গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী প্রায় ৬৫ হাজার টন বোমা ফেলেছে। ইসরায়েলের তরফ থেকে চালানো প্রায় একতরফা হামলায় এই সময়ে মারা গেছে প্রায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
গাজা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং সাড়ে ৭ হাজার নারী। গাজা কর্তৃপক্ষের আশঙ্কা, ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এখনো অনেক নিহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা সম্ভব হয়নি। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৩ হাজার মানুষ।
ইসরায়েলি হামলার কারণে গাজায় ৭০ হাজার বাড়িঘর এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২ লাখ ৯০ হাজার বাড়ি বা আবাসস্থল বসবাসের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। সাধারণ অবকাঠামোর পাশাপাশি ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামোও।
ইসরায়েলি হামলায় শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র হয় বিধ্বস্ত হয়েছে, নয়তো সেবাদানের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। এই সময়ে ৩৩৭ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ৪৫ জন বেসামরিক সরকারের কর্মকর্তা-কর্মচারীও নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ১১৯ জন সাংবাদিক।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় ইসরায়েলি হামলা চলছে বিগত ১০৮ দিন ধরে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই শিশু ও নারী। গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী প্রায় ৬৫ হাজার টন বোমা ফেলেছে। ইসরায়েলের তরফ থেকে চালানো প্রায় একতরফা হামলায় এই সময়ে মারা গেছে প্রায় ২৫ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
গাজা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং সাড়ে ৭ হাজার নারী। গাজা কর্তৃপক্ষের আশঙ্কা, ইসরায়েলের নির্বিচার হামলার কারণে এখনো অনেক নিহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করা সম্ভব হয়নি। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৩ হাজার মানুষ।
ইসরায়েলি হামলার কারণে গাজায় ৭০ হাজার বাড়িঘর এক কথায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২ লাখ ৯০ হাজার বাড়ি বা আবাসস্থল বসবাসের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। সাধারণ অবকাঠামোর পাশাপাশি ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার স্বাস্থ্য অবকাঠামোও।
ইসরায়েলি হামলায় শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র হয় বিধ্বস্ত হয়েছে, নয়তো সেবাদানের অযোগ্য হিসেবে পরিণত হয়েছে। এই সময়ে ৩৩৭ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ৪৫ জন বেসামরিক সরকারের কর্মকর্তা-কর্মচারীও নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে নিহত হয়েছেন ১১৯ জন সাংবাদিক।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
১০ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
১১ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
১১ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
১২ ঘণ্টা আগে