বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা–পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি,২টি এলজি,২টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।