বেগমগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ২টি নির্বাচনী অফিসে ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। নৌকার প্রার্থী রফিকুল ইসলাম মিলনের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম লাবলু তাঁর নির্বাচনী অফিসে এসব তাণ্ডব চালিয়েছেন।