ঈদে ১০০ হলে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’
ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের সিনেমাগুলোর হল বুকিং চূড়ান্ত পর্যায়ে। এবার মুক্তি পাচ্ছে চারটি সিনেমা—গলুই, শান, বিদ্রোহী ও বড্ড ভালোবাসি। এরমধ্যে দুটি সিনেমারই নায়ক শাকিব খান। জানা গেছে, শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ মুক্তি পাবে...