Ajker Patrika

ঈদের সিনেমার হালচাল

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২: ৪২
Thumbnail image

রাজধানীর কাকরাইল। ওখানে সারি সারি প্রযোজক-পরিবেশকদের অফিস। ঈদ সামনে রেখে প্রতিবছর ব্যস্ত হয়ে পড়ে কাকরাইলপাড়া। বড় তারকাদের সিনেমা নেওয়ার জন্য ভিড় জমান হলের মালিকেরা। করোনার কারণে গত কয়েকটি ঈদে সিনেমা মুক্তি পায়নি। ফলে দুই বছর পর স্বাভাবিকভাবেই এবার পরিবেশক ও হলের মালিকদের মধ্যে ফিরে এসেছে পুরোনো ব্যস্ততা। কোন সিনেমা কয়টি হল পাবে, চলছে শেষ মুহূর্তের হিসাবনিকাশ। জানা গেছে, এবার ঈদে ঢাকা ও ঢাকার বাইরে ৭০টির বেশি সিনেমা হল চালু থাকবে। এর সঙ্গে যোগ হবে মৌসুমি হলের মালিকদের ৫০টির মতো সিনেমা হল।

ঈদে মুক্তি দেওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা-প্রযোজকেরা। অনলাইন–অফলাইনে চলছে জোর প্রচারণা। কিন্তু কতটা প্রস্তুত সিনেমা হলগুলো? এ প্রসঙ্গে হল মালিক প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব বলেন, ‘হলের মালিকেরা অনেক দিন ধরে ঈদের জন্য অপেক্ষা করছিলেন। সে অনুযায়ী ঈদের সিনেমা দেখানোর জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। তবে কতগুলো হলে ঈদের সিনেমা মুক্তি পাবে, সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমনিতে এখন আমাদের ৬০-৭০টির মতো হল চালু আছে। ৫০টির মতো মৌসুমি হল খুলতে পারে।’ ঈদের সিনেমাগুলোর প্রযোজক-পরিবেশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ হলের তালিকা প্রকাশ করবেন তাঁরা।

সিয়াম ও পূজা: ‘শান’ সিনেমার জুটিহল মালিক প্রদর্শক সমিতির সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিনও ঈদের সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন। তবে খানিকটা হতাশার সুরও শোনা গেল তাঁর কণ্ঠে। ঈদের সিনেমা নিয়ে যতটা উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যায়, সেটা এবার অনেকটাই কম বলে জানিয়েছেন তিনি। মিয়া আলাউদ্দিন বলেন, ‘আগে হলের মালিকদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। কে কোন সিনেমা তাঁদের হলে দেখাবেন, এটা নিয়ে যে আগ্রহ ছিল; এখন তেমনটা নেই। বেশির ভাগ হল ভেঙে ফেলা হয়েছে। আর যেগুলো দাঁড়িয়ে আছে, সেগুলোর বেশির ভাগ সিনেমা চালানোর মতো অবস্থায় নেই। এক ঈদের সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না। সেটার জন্য চেইন অব কনটেন্ট লাগবে। সিনেমা হলের অবস্থার পরিবর্তন করতে হবে, যাতে দর্শক স্বস্তিবোধ করেন।’

কয়েক দিন আগে গুঞ্জন রটেছিল, সম্পাদনার কাজ শেষ না হওয়ার কারণে এবার ঈদে আসছে না ‘গলুই’। এর প্রতিবাদ করে সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, তাঁদের সব প্রস্তুতি সম্পন্ন। চূড়ান্ত সম্পাদনার জন্য নির্মাতা এস এ হক অলিক কলকাতায় গিয়েছিলেন। কাজ শেষ করে গতকালই ফিরেছেন। এরই মধ্যে বেশির ভাগ হলের বুকিং শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হলের তালিকা প্রকাশ করা হবে। তিনি আশা করছেন, এবার ঈদে ব্যবসাসফল হবে ‘গলুই’। অন্যদিকে ‘শান’ নির্মাতা এম রাহিম জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের সব বড় সিনেমা হলে ইতিমধ্যে সিনেমাটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ‘মানের সঙ্গে আমরা কোনো আপস করিনি। যে গল্পটা আমরা দেখিয়েছি, সেটি এই দেশের গল্প, এই মাটির গল্প, এই গল্পের সঙ্গে দর্শক নিজেকে কানেক্ট করতে পারবেন।’

শাকিবের প্রচারণা নিয়ে অসন্তোষ
ঈদে দুই সিনেমা (গলুই ও বিদ্রোহী) নিয়ে নিজেই নিজের মুখোমুখি শাকিব খান। দু-এক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কথা তাঁর। তবে গলুই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শাকিব যতটা সরব, একেবারেই নীরব ভূমিকা পালন করছেন বিদ্রোহী সিনেমার ক্ষেত্রে। অনেকেই ধারণা করছেন, বিদ্রোহীর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে মুখ ফিরিয়ে নিয়েছেন শাকিব। তবে শাকিব খান প্রচারণায় না থাকলেও এগিয়ে এসেছেন বিদ্রোহীর নায়িকা বুবলী। সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব দেখা যাচ্ছে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত