Ajker Patrika

‘মায়া’য় জড়ালেন বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৩৪
Thumbnail image

দুই পাশে বিস্তীর্ণ খেত, মাঝ দিয়ে চলে গেছে রেললাইন। ছোট একটি ইউনিট নিয়ে রেললাইনে শুটিং করছেন নির্মাতা জসিম উদ্দীন জাকির। দূর থেকে দৌড়ে আসছেন বুবলী। ক্যামেরার কাছাকাছি এসে গতি কমালেন। চোখমুখে তাঁর উদ্বেগ ও ক্লান্তি। নির্মাতা ‘কাট’ বলে শট শেষ করলেন। পাশেই ছাতার নিচে একটি চেয়ার রাখা। সেখানে গিয়ে বসলেন বুবলী। এবার পরের শটের প্রস্তুতি। নির্মাতা জানালেন, পরের শটটি বেশ ঝুঁকিপূর্ণ। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার দৃশ্যধারণ হবে। তার জন্য রাখা হয়েছে স্টান্টম্যান।

ঘটনা গত শুক্রবারের। বুবলী যে সিনেমাটির শুটিং করছিলেন, সেটির নাম ‘মায়া, দ্য লাভ’। জসিম উদ্দীন জাকিরের পরিচালনায় এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন—আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এ মাসের শুরুর দিকে এফডিসিতে গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। গানের পর্ব শেষ। এখন চলছে বাকি দৃশ্যগুলোর কাজ।

নির্মাতা জাকির জানিয়েছেন, ভালোবাসার গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। বুবলীকে পাগলের মতো ভালোবাসেন মিলন। কিন্তু বুবলী আবার ভালোবাসেন রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবেন বুবলী। এরপর ঘটবে নানা সিনেম্যাটিক ঘটনা।

বুবলী বলেন, ‘অনেক সুন্দর গল্পের সিনেমা ‘‘মায়া, দ্য লাভ’’। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য—সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। বলা যায়, আমি এখন এ সিনেমার মায়ায় জড়িয়ে আছি।’

বর্তমানে গাজীপুরের পুবাইলে চলছে ‘মায়া, দ্য লাভ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। ২৩ ফেব্রুয়ারি থেকে সেখানেই আছে সিনেমার ইউনিট। এরপর ফিল্ম ভ্যালিতে শুটিং চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। নির্মাতা জানিয়েছেন, ১৪ মার্চ থেকে তৃতীয় লটের শুটিং শুরু হবে। একটানা কাজ করে এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত