Ajker Patrika

নাম নিয়ে টক্কর

খায়রুল বাসার নির্ঝর
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২০: ০১
নাম নিয়ে টক্কর

ঘটনা ১
২০১৯ সালে মুক্তি পায় মাসুদ পথিকের ‘মায়া, দ্য লস্ট মাদার’। ওই বছর ৮টি বিভাগে ১০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি। পরবর্তী সময়ে ‘মায়া’ নামে আরও দুটি সিনেমা নির্মাণের ঘোষণা আসে নির্মাতা হিমেল আশরাফ ও জসিম উদ্দীন জাকিরের তরফ থেকে। ফলে নাম নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। শেষ পর্যন্ত হিমেল আশরাফ ‘মায়া’ থেকে সরে দাঁড়ালেও মিলন, সাইমন সাদিক, রোশান ও বুবলীকে নিয়ে একই নামে সিনেমা বানিয়েছেন জসিম উদ্দীন জাকির। নাম নিয়ে মুখোমুখি সংঘর্ষ এড়াতে তিনি সিনেমার শেষে বাড়তি শব্দ যোগ করে নাম রেখেছেন ‘মায়া, দ্য লাভ’।

ঘটনা ২
এ ঘটনার কেন্দ্রে রয়েছে ‘গিরগিটি’। ২০২০ সালে সৌরভ কুণ্ডু এ নামে একটি সিনেমা বানাচ্ছিলেন। এ বি এম সুমন ও পূর্ণিমা বৃষ্টিকে নিয়ে বেশির ভাগ অংশের শুটিং শেষ করেছেন তিনি। তবে এ বছর একই নামে আরেকটি সিনেমা তৈরির ঘোষণা দেন চন্দন চৌধুরী। আবারও শুরু হয় নাম নিয়ে জটিলতা। শেষ পর্যন্ত পরিচালক সমিতির হস্তক্ষেপে সিনেমার নাম পরিবর্তন করেন চন্দন চৌধুরী। ‘গিরগিটি’ বদলে সিনেমাটির নাম রাখা হয়েছে—‘২৪.৩-এর রাত’।

‘নাকফুল’ সিনেমার শুটিংয়ে (বাঁ থেকে) আদর আজাদ, পরিচালক আলোক হাসান ও পূজা চেরিঘটনা ৩
আদর আজাদ ও পূজা চেরি সিলেটে এখন যে সিনেমার শুটিং করছেন, তার নাম ‘নাকফুল’। বানাচ্ছেন আলোক হাসান। তবে শেষ পর্যন্ত সিনেমাটির নাম এটাই থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ একই নামে সাত বছর আগে আরেকটি সিনেমা বানিয়েছিলেন দেওয়ান নাজমুল। সেটি এখনো মুক্তি পায়নি, সম্প্রতি জমা পড়েছে সেন্সরে।

আলোক বলেন, ‘নাম নিবন্ধনের সময়ও কেউ বলেননি এই নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শুটিং শুরুর পর পরিচালক দেওয়ান নাজমুল আমাকে জানালেন। আমার  গল্প নাকফুল নিয়ে। এই নামটা না রাখতে পারলে ঠিক জমবে না। আমি পরিচালক সমিতিতে আবেদন করেছি। তারা বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে। ২৫ এপ্রিল শুটিং শেষ করে ঢাকায় ফিরে বিষয়টি নিয়ে বসব।’

অন্যদিকে ‘নাকফুল’ নামটি ছাড়তে নারাজ দেওয়ান নাজমুল। তিনি জানিয়েছেন, তাঁর গল্প, টাইটেল গান—সবই নাকফুল নিয়ে। নাম পরিবর্তন হলে গল্প নষ্ট হবে। আলোক হাসানের জন্য দুঃখপ্রকাশ ছাড়া কিছুই করার নেই বলে জানিয়েছেন দেওয়ান নাজমুল।

সোহানুর রহমান সোহানপরিচালক সমিতির সভাপতি যা বললেন
১৯৮১ সাল থেকে পরিচালক সমিতিতে একটি  খাতা মেইনটেইন করি আমরা। সেখানে বাংলাদেশে এ পর্যন্ত তৈরি হওয়া সব সিনেমার নাম লিপিবদ্ধ আছে। কোনো নির্মাতা চাইলে তালিকা দেখে তাঁর সিনেমার নাম ঠিক করতে পারেন। আগে ৬০ বছরের মধ্যে কেউ পুরোনো নাম ব্যবহার করতে পারতেন না। এখন ১২ বছর পরেই ব্যবহার করা যায়। তবে সম্মানিত ও খ্যাতিমান পরিচালকদের সিনেমা কিংবা কালজয়ী সিনেমার নাম ব্যবহার করতে দিই না।

পৃথিবীতে এত শব্দ এত নাম, কেউ যদি চায় তাহলে পছন্দের নামের আগে-পরে বাড়তি শব্দ বসিয়ে সেই নামে নিবন্ধন নিতে পারেন। সিনেমার নাম নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আমরা সচেতন থাকি। তবুও এ ধরনের জটিলতা মাঝেমধ্যে হয়। তখন আমরা সমাধানের চেষ্টা করি। সম্প্রতি ‘নাকফুল’ নামটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে। দুই পরিচালকের সঙ্গে বসে আলোচনার মাধ্যমেই তার সমাধানের চেষ্টা করব আমরা।সোহানুর রহমান সোহানসভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

সোহানুর রহমান সোহান, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত