Ajker Patrika

তিন নায়কের এক নায়িকা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
তিন নায়কের এক নায়িকা

এক ছবিতে তিন নায়ক। তাঁরা হলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এই তিনজনের সঙ্গে নায়িকা হিসেবে গ্ল্যামার ছড়াবেন ঢাকাই ছবির সুপারহিট নায়িকা শবনম বুবলী।

এই চার তারকাকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক জসিম উদ্দীন জাকির। তরুণ প্রযোজক আলিনুর আশিক ভুঁইয়া প্রযোজিত ছবির নাম ‘মায়া: দ্য লাভ’।

ব্রাদার্স প্রোডাকশন হাউসের প্রথম ছবিতে কাজ করতে এরই মধ্যে মিলন, সাইমন, বুবলী ও রোশান চুক্তিবদ্ধ হয়েছেন।

পরিচালক জসিম উদ্দীন জানান, ছবির মূল অভিনয়শিল্পীদের সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রায় সবকিছু চূড়ান্ত। অন্য শিল্পীদের সঙ্গেও কথা চলছে। আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুটিং হবে ‘মায়া’ ছবির।

জিয়াউল রোশান বলেন, ‘আজকাল মাল্টিকাস্ট ছবি খুব একটা দেখা যায় না। বাজেট আর ভালো গল্পের অভাবে প্রথম সারির অভিনয়শিল্পীদের এক করা যায় না ছবিতে। তবে এই ছবিটি ব্যতিক্রম।’

ছবিতে অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করে বুবলী বলেন, ‘এর মধ্যেই ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছি। এ পর্যন্ত যত ছবিতে কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন নাহয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এই ছবিটি পুরোপুরি প্রেমের। যেখানে বিশ্বাস-অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম।’

সাইমন বলেন, ‘দারুণ একটি গল্প। অনেক দিনের ইচ্ছে ছিল মাল্টিকাস্ট আছে এমন ছবিতে অভিনয়ের। ভালো গল্প আর বাজেট থাকলে এমন ছবি নির্মাণ সম্ভব বলে মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত