‘তোকে আবরারের মতো মারলে কী হবে’, রাবিতে নবীন শিক্ষার্থীকে মানসিক হয়রানির অভিযোগ
তাঁরা বলেন, ‘‘শেষবারের মতো তোর মাকে কল দে, কল দিয়ে বলবি আর কোনো দিন দেখা না-ও হতে পারে, আমি কোনো ভুল করলে, আমাকে মাফ করে দিও।” একপর্যায়ে তারা বলেন, ‘‘আবরার ফাহাদকে কীভাবে মারা হয়েছিল জানিস?” আমি বলি-‘‘জ্বি ভাই, পিটায়ে মারা হয়েছিল।” তারপর তাঁরা বলেন, ‘‘তোকে এভাবে মারলে তখন কী করবি?” তারপর আমি চুপ থাক