জবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের বিভাগের শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের সহপাঠীকে গত মাসে হত্যা করা হয়েছে। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও তাঁর জন্য আসন ফাঁকা রেখেছেন সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্নপত্র রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে।
আজ রোববার এ ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। নিহত সেই শিক্ষার্থীটি হলেন ইকরামুল হক সাজিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি।
জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। সাজিদ ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সকাল ১০টায় বিভাগের ৩১৫ নম্বর কক্ষে পরীক্ষা চলা অবধি একটি আসন এভাবেই রাখা হয়।
এ বিষয়ে সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসাথে প্রিপারেশন নিতাম। সাজিদ আসলে না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ের আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দিই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরল।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসত। তাই তাকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের বিভাগের শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের সহপাঠীকে গত মাসে হত্যা করা হয়েছে। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও তাঁর জন্য আসন ফাঁকা রেখেছেন সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্নপত্র রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে।
আজ রোববার এ ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। নিহত সেই শিক্ষার্থীটি হলেন ইকরামুল হক সাজিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি।
জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। সাজিদ ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সকাল ১০টায় বিভাগের ৩১৫ নম্বর কক্ষে পরীক্ষা চলা অবধি একটি আসন এভাবেই রাখা হয়।
এ বিষয়ে সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসাথে প্রিপারেশন নিতাম। সাজিদ আসলে না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ের আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দিই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরল।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসত। তাই তাকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
৯ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২১ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
৪০ মিনিট আগে