Ajker Patrika

যুক্তরাজ্যে গেটস কেমব্রিজ স্কলারশিপ

মো. আশিকুর রহমান
যুক্তরাজ্যে গেটস কেমব্রিজ স্কলারশিপ

ইউরোপে শিক্ষা ও জীবনযাত্রার মান অনেক উন্নত। এমন উন্নত জীবনে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে যাচ্ছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। ইউরোপের অনন্য সাধারণ বিদ্যাপীঠের একটি হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ১২০৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি সূচনালগ্ন থেকেই সমগ্র বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে চলেছে। যুক্তরাজ্যের সেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দিচ্ছে ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’।

যুক্তরাজ্যের গেটস কেমব্রিজ ইউনিভার্সিটি স্কলারশিপ ২০০০ সালের অক্টোবরে শুরু হয়েছিল। মাইক্রোসফটের বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস তাঁদের ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে ২২০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া সর্বকালের সবচেয়ে বড় এই অনুদান দিয়েই স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সব খরচ বহন
করা হয়। এটি যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য
একটি সম্মানজনক বৃত্তি।

সুযোগ–সুবিধা
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর টিউশন ফি লাগবে না। এর সঙ্গে থাকছে অতিরিক্ত ভাতার ব্যবস্থা। পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে শিক্ষার্থীরা ২০ হাজার পাউন্ড পাবেন (২৭ লাখ ৯০ হাজার ৭৬৪ টাকা)। পিএইচডি শিক্ষার্থীদের জন্য চার বছর পর্যন্ত এ সুযোগ মিলবে। বিমানে যাতায়াতের খরচ, ভিসা ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিভিন্ন কনফারেন্স ও কোর্সে অংশ নিতে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত পাবেন। পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড পাবেন। পিএইচডির অংশ হিসেবে ফিল্ডওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ। রয়েছে মাতৃত্ব বা পিতৃত্ব তহবিলের ব্যবস্থাও।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

  • অ্যাকাডেমিক এক্সিলেন্স: অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, রেফারেন্স, অভিজ্ঞতা এবং নির্বাচিত কোর্সে সফল হওয়ার সম্ভাবনার মাধ্যমে প্রতিযোগিতার মূল্যায়ন করা হয়।
  • চয়েজ অব কোর্স: ট্রাস্ট এমন স্কলারদের খোঁজে, যাঁদের ক্যামব্রিজে অ্যাকাডেমিকভাবে ট্রান্সফরমেটিভ এক্সপেরিয়েন্স থাকবে। প্রার্থীদের অবশ্যই ইনটেলেকচুয়াল সুপারিটি, প্রয়োজনীয় স্কিল এবং এক্সপার্টাইজ প্রদর্শন করতে হবে।
  • অন্যদের জীবন উন্নত করার প্রতিশ্রুতি: অন্যদের জীবন–মানের উন্নতির জন্য প্রার্থীদের চিন্তাচেতনাশীল হতে হবে। 
  • নেতৃত্বের ক্ষমতা: প্রার্থীদের অবশ্যই ব্যতিক্রমী নেতৃত্বের যোগ্যতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’–এর জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত এ লিংকে গিয়ে জানা যাবে।

আবেদনের সময়
কোর্সভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। কিছু কোর্সে আবেদন ৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আবার কিছু কোর্সের আবেদনের শেষ সময় ৭ জানুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত