অপরূপ মুহুরি প্রকল্প এলাকা
ফেনী শহর থেকে দূরে মনোরম পরিবেশে কোলাহল মুক্ত নির্জনতা, চারদিকে সুন্দর পরিবেশ, সবুজ গাছপালা, মাঝে মাঝে পাখির ডাক, শীতল বাতাস, পানির গুনগুন শব্দ আর নদীতে জোয়ার ভাটায় খেলা। অপরূপ এক অনুভূতি এনে দেবে নৈসর্গিক সৌন্দর্যরূপের লীলাভূমি ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূলীয় মুহুরি সেচ প্রকল্প এলাকাটি।