পায়জামা টেনে, পকেটে হাত ঢুকিয়ে দর্শকদের কী দেখালেন কোহলি
মাঠের খেলায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার পেরে ওঠেনি ভারত। তবে অশোভন আচরণ, বিতর্ক, স্লেজিং, দর্শকদের সঙ্গে তর্ক—এ সব কোনো কিছুই বাদ রাখেনি তারা। আলাদা করে বললে, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ছিলেন এক কাঠি সরেস। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টেও ব্যতিক্রম হয়নি।