ক্রীড়া ডেস্ক
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শেষভাগে দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বিরাট কোহলি, ক্রুনাল পান্ডিয়াদের বেঙ্গালুরু। জয়ের পর দলটির অধিনায়ক রজত পাতিদার পেয়েছেন কড়া শাস্তি।
স্লো ওভার রেটের কারণে বেঙ্গালুরু অধিনায়ক পাতিদারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (বেঙ্গালুরুর) প্রথম অপরাধ। স্লো ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’ এবারের আইপিএলে চতুর্থ অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন পাতিদার। বেঙ্গালুরু অধিনায়কের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঋষভ পন্ত ও রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগকে দেওয়া হয়েছে এমন শাস্তি।
২২২ রানের লক্ষ্যে নেমে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল হেরেছে ১২ রানে। ৪৩০ রানের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন পাতিদার। বেঙ্গালুরু অধিনায়ক ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৪ রান করেছেন। পঞ্চম উইকেটে জিতেশ শর্মার সঙ্গে পাতিদারের ২৭ বলে ৬৯ রানের জুটিই মূলত বেঙ্গালুরুর ২২১ রানের স্কোরের ভিত গড়ে দিয়েছে।
ম্যাচসেরার পুরস্কার পেয়ে পাতিদার সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘এটা অসাধারণ এক ম্যাচ হয়েছে। সত্যিই অনেক কঠিন ছিল। বোলিং ইউনিটকে এই পুরস্কার দেওয়া উচিত। বিশেষ করে এই মাঠে কোনো দলকে হারানো সহজ নয়। যেভাবে তারা (বোলার) কাজটি করেছে, সত্যিই অবিশ্বাস্য।’
হাতে ৪ উইকেট নিয়ে শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ১৯ রান। গুরুত্বপূর্ণ এই ওভারে ক্রুনাল পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছেন পাতিদার। শেষ ওভারে ক্রুনাল ৬ রানে ৩ উইকেট নেন। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে প্রশংসায় ভাসিয়ে পাতিদার বলেন, ‘ক্রুনাল পান্ডিয়া যেভাবে শেষ ওভার বোলিং করেছেন, আসলেই সহজ ছিল না। অসাধারণ বোলিং করেছেন। যে সাহস দেখিয়েছেন, প্রশংসার যোগ্য।’
ওয়াংখেড়েতে গতকাল ১৮ ও ১৯তম ওভার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজলউডকে দিয়ে করিয়েছেন পাতিদার। আগেই পেসারদের ওভার করানোর পর যেভাবে সাহস দেখিয়ে শেষ ওভারে স্পিনার এনেছেন পাতিদার, ক্রিকইনফোর ‘টাইমআউট শো’তে প্রশংসা করেছেন আম্বাতি রাইদু।
১২ রানে জিতে এখন আইপিএলের পয়েন্ট টেবিলের তিনে বেঙ্গালুরু। চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট এখন কোহলিদের। দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সেরও পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে এক ও দুইয়ে দিল্লি ও গুজরাট। ২ পয়েন্ট নিয়ে মুম্বাই অবস্থান করছে ৮ নম্বরে। পাঁচ ম্যাচে তারা কেবল একটিতে জিতেছে।
আরও পড়ুন:
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শেষভাগে দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বিরাট কোহলি, ক্রুনাল পান্ডিয়াদের বেঙ্গালুরু। জয়ের পর দলটির অধিনায়ক রজত পাতিদার পেয়েছেন কড়া শাস্তি।
স্লো ওভার রেটের কারণে বেঙ্গালুরু অধিনায়ক পাতিদারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (বেঙ্গালুরুর) প্রথম অপরাধ। স্লো ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’ এবারের আইপিএলে চতুর্থ অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন পাতিদার। বেঙ্গালুরু অধিনায়কের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঋষভ পন্ত ও রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগকে দেওয়া হয়েছে এমন শাস্তি।
২২২ রানের লক্ষ্যে নেমে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল হেরেছে ১২ রানে। ৪৩০ রানের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন পাতিদার। বেঙ্গালুরু অধিনায়ক ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৪ রান করেছেন। পঞ্চম উইকেটে জিতেশ শর্মার সঙ্গে পাতিদারের ২৭ বলে ৬৯ রানের জুটিই মূলত বেঙ্গালুরুর ২২১ রানের স্কোরের ভিত গড়ে দিয়েছে।
ম্যাচসেরার পুরস্কার পেয়ে পাতিদার সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘এটা অসাধারণ এক ম্যাচ হয়েছে। সত্যিই অনেক কঠিন ছিল। বোলিং ইউনিটকে এই পুরস্কার দেওয়া উচিত। বিশেষ করে এই মাঠে কোনো দলকে হারানো সহজ নয়। যেভাবে তারা (বোলার) কাজটি করেছে, সত্যিই অবিশ্বাস্য।’
হাতে ৪ উইকেট নিয়ে শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ১৯ রান। গুরুত্বপূর্ণ এই ওভারে ক্রুনাল পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছেন পাতিদার। শেষ ওভারে ক্রুনাল ৬ রানে ৩ উইকেট নেন। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে প্রশংসায় ভাসিয়ে পাতিদার বলেন, ‘ক্রুনাল পান্ডিয়া যেভাবে শেষ ওভার বোলিং করেছেন, আসলেই সহজ ছিল না। অসাধারণ বোলিং করেছেন। যে সাহস দেখিয়েছেন, প্রশংসার যোগ্য।’
ওয়াংখেড়েতে গতকাল ১৮ ও ১৯তম ওভার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজলউডকে দিয়ে করিয়েছেন পাতিদার। আগেই পেসারদের ওভার করানোর পর যেভাবে সাহস দেখিয়ে শেষ ওভারে স্পিনার এনেছেন পাতিদার, ক্রিকইনফোর ‘টাইমআউট শো’তে প্রশংসা করেছেন আম্বাতি রাইদু।
১২ রানে জিতে এখন আইপিএলের পয়েন্ট টেবিলের তিনে বেঙ্গালুরু। চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট এখন কোহলিদের। দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সেরও পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে এক ও দুইয়ে দিল্লি ও গুজরাট। ২ পয়েন্ট নিয়ে মুম্বাই অবস্থান করছে ৮ নম্বরে। পাঁচ ম্যাচে তারা কেবল একটিতে জিতেছে।
আরও পড়ুন:
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে