ক্রীড়া ডেস্ক
প্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। কোহলি খেলেছেন ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। এ ইনিংস খেলেই দারুণ এক রেকর্ড নিজের করে নিলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে রান তাড়া করতে নেমে ১০ বার অন্তত ফিফটি কিংবা তার বেশি পেরোনো ইনিংস খেলেছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে এ রেকর্ড ভাগাভাগি করেছিলেন তিনি। পরে বিরাট কোহলি তাঁদের পাশে বসেছিলেন। কিন্তু গতকাল ৯৮ বলে ৮৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাকিব ও চন্দরপলকে ছাড়িয়ে গেছেন কোহলি। আইসিসি ইভেন্টে রান তাড়ায় নেমে তাঁর এখন ১১টি ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করা ইনিংস।
আইসিসি ইভেন্টে রান তাড়ায় ৯ বার পঞ্চাশ কিংবা এর চেয়ে বেশি পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার। কোহলি গুঁড়িয়ে দিয়েছেন গতকাল আরও অনেক রেকর্ড। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন। তাঁর সামনে আছেন শুধু স্বদেশি শচীন টেন্ডুলকার।
তা-ই নয়, ওয়ানডে সংস্করণে রান তাড়ায় নেমে গতকাল ৬৯ বারের মতো অন্তত ফিফটি করলেন কোহলি। এই সংস্করণে এটাই যৌথভাবে সর্বোচ্চ। তাঁর সমান ফিফটি আছেন শচীনেরই। তবে তাঁর চেয়ে কোহলি ৭৩ ইনিংস কম খেলে এই রেকর্ডে ভাগ বসালেন। রান তাড়ায় ৬৯ ফিফটি পেতে শচীন খেলেছেন ২৩২ ইনিংস, কোহলির লাগল ১৫৯ ইনিংস।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে সর্বোচ্চ ২৩টি পঞ্চাশ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস ছিল শচীনের। ৫৮ ইনিংস খেলে এ কীর্তি গড়েন তিনি। নিজের ৫৩ তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে সর্বোচ্চ ২৪টি ফিফটি এখন কোহলির।
ব্যাটিংয়ের পাশাপাশি কোহলি দুর্দান্ত এক ফিল্ডারও বটে। গতকাল অজিদের বিপক্ষে দুটি ক্যাচ নিয়ে ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় রিকি পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। জস ইংলিস ও নাথান এলিসের ক্যাচ নিয়েছেন তিনি। এতে ওয়ানডেতে ১৬১ তম ক্যাচ ধরলেন কোহলি। ২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়াবর্ধনে।
প্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। কোহলি খেলেছেন ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। এ ইনিংস খেলেই দারুণ এক রেকর্ড নিজের করে নিলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে রান তাড়া করতে নেমে ১০ বার অন্তত ফিফটি কিংবা তার বেশি পেরোনো ইনিংস খেলেছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে এ রেকর্ড ভাগাভাগি করেছিলেন তিনি। পরে বিরাট কোহলি তাঁদের পাশে বসেছিলেন। কিন্তু গতকাল ৯৮ বলে ৮৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাকিব ও চন্দরপলকে ছাড়িয়ে গেছেন কোহলি। আইসিসি ইভেন্টে রান তাড়ায় নেমে তাঁর এখন ১১টি ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করা ইনিংস।
আইসিসি ইভেন্টে রান তাড়ায় ৯ বার পঞ্চাশ কিংবা এর চেয়ে বেশি পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার। কোহলি গুঁড়িয়ে দিয়েছেন গতকাল আরও অনেক রেকর্ড। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন। তাঁর সামনে আছেন শুধু স্বদেশি শচীন টেন্ডুলকার।
তা-ই নয়, ওয়ানডে সংস্করণে রান তাড়ায় নেমে গতকাল ৬৯ বারের মতো অন্তত ফিফটি করলেন কোহলি। এই সংস্করণে এটাই যৌথভাবে সর্বোচ্চ। তাঁর সমান ফিফটি আছেন শচীনেরই। তবে তাঁর চেয়ে কোহলি ৭৩ ইনিংস কম খেলে এই রেকর্ডে ভাগ বসালেন। রান তাড়ায় ৬৯ ফিফটি পেতে শচীন খেলেছেন ২৩২ ইনিংস, কোহলির লাগল ১৫৯ ইনিংস।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে সর্বোচ্চ ২৩টি পঞ্চাশ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস ছিল শচীনের। ৫৮ ইনিংস খেলে এ কীর্তি গড়েন তিনি। নিজের ৫৩ তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে সর্বোচ্চ ২৪টি ফিফটি এখন কোহলির।
ব্যাটিংয়ের পাশাপাশি কোহলি দুর্দান্ত এক ফিল্ডারও বটে। গতকাল অজিদের বিপক্ষে দুটি ক্যাচ নিয়ে ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় রিকি পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। জস ইংলিস ও নাথান এলিসের ক্যাচ নিয়েছেন তিনি। এতে ওয়ানডেতে ১৬১ তম ক্যাচ ধরলেন কোহলি। ২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়াবর্ধনে।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৪ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৫ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে